ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৬ এএম


ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামীর-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে ভাটারার সাঈদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্বামী আব্দুল মজিদ ও স্ত্রী তাসলিমা।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইমাম রাজন ঢাকা পোস্টকে বলেন, আজ সকালে ভাটারা থানাধীন সাইদনগর এলাকার একটি ১০ তলা ভবনের নিচ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে স্বামী-স্ত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারি। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। 

তিনি আরো বলেন, আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই দম্পতির মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই হয়েছে।

এমএসি/এমএ

Link copied