দারুস সালামে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর দারুস সালাম এলাকায় ৪০০ গ্রাম হিরোইনসহ মো. আবু বাক্কার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুস সালাম থানাধীন এশিয়া হলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। আবু বাক্কারের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দীর্ঘদিন ধরে আবু বাক্কার দেশের বিভিন্নস্থান থেকে হিরোইন সংগ্রহ করে রাজধানীর দারুস সালামসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলো।
আটক আবু বাক্কারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
জেইউ/এমএইচএস