ঋণের বোঝা সইতে না পেরে নারীর আত্মহত্যা

ঋণের বোঝা সইতে না পেরে রাজধানীর শাহজাহানপুরে ফাতেমা বেগম (৩৩) নামে এক নারী আত্মহত্যা করেছেন। রোববার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শাহজাহানপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের স্বামী মনা মিয়া বলেন, আমরা স্বামী-স্ত্রী দুজনেই ইট ভাঙার কাজ করি। আমার দুই ছেলে-মেয়ে। দুই বছর আগে আমার স্ত্রী চার লাখ টাকা ঋণ করে আমার শ্যালিকাকে কাতার পাঠিয়েছিল। কিন্তু সে বিদেশ থেকে টাকা দেয় না। এ নিয়ে দুই বোনের মাঝে ঝগড়া হতো। ঋণের কিস্তি নিতে বাসায় লোকজন আসতো। এ নিয়ে সে টেনশনে থাকতো। গতরাতে সে মেয়েকে নিয়ে ঘুমায়। সকালে কিস্তির লোক এসে ডাকতে থাকে। পরে মেয়ে দেখে মা ফ্যানের সঙ্গে ঝুলছে।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান কবির ঢাকা পোস্টকে বলেন, আমি সকালে ডিউটি করছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তিনি সম্ভবত সকাল ৬টা থেকে বেলা ১১টার মধ্যে গলায় ফাঁস নিতে পারেন।
তিনি বলেন, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা যায়, ঋণের বোঝা সইতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
আরএইচ