বেশি দামে চিনি বিক্রি করায় মামলা-জরিমানা

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৩ পিএম


বেশি দামে চিনি বিক্রি করায় মামলা-জরিমানা

চট্টগ্রামের খাতুনগঞ্জে চিনির দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করায় ৪টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক ও প্রতীক দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, বাজারে বিভিন্ন দোকানে জরিমানা করা হলেও চিনি উৎপাদনকারী মিলের বিষয়ে তথ্য হালনাগাদ করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। চিনি নিয়ে অস্থির পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সরকারি দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআর/এমজে

Link copied