মার্চে প্রধানমন্ত্রীর কাতার যাওয়ার সম্ভাবনা রয়েছে

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৬ পিএম


মার্চে প্রধানমন্ত্রীর কাতার যাওয়ার সম্ভাবনা রয়েছে

স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্ব (এলডিসি-৫) আগামী ৫ থেকে ৯ মার্চ কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোহা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরিন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মুখপাত্র জানান, দোহায় আগামী ৫ থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এবারের সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী উদ্বোধনী বক্তব্য দেবেন বলে আমরা আশা করছি।

গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর কাতার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় দোহায় এলডিসি ৫ এর সম্মেলনে সরকারপ্রধানের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।

এনআই/এসএম

Link copied