চসিকে মশার ওষুধ কিনতে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক

দরপত্র ছাড়াই মশার ওষুধ কেনার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুপুরে দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মো. এমরান হোসেনের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করেন। এ সময় ওষুধ কিনতে অনিয়মের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।
দুদক সূত্র জানায়, ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত চসিক ১৬ বারে মোট ৭৭ লাখ ৩৭ হাজার ৩০০ টাকার ওষুধ কিনে। কিন্তু এসব ওষুধ পিপিআর-২০০৮ মোতাবেক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) ক্রয় করা হয়নি। নিয়ম লঙ্ঘন করে সামগ্রিক চুক্তি বা ক্রয়াদেশকে ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যায় ও মূল্যসীমায় বিভক্ত করে (প্রতি বারে ৫ লাখ টাকার কম মূল্যের দরপত্র আহ্বান করে)।
দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মো. এমরান হোসেন ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রামের হালিশহর ঈদগাহ ডিটি রোড এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল মার্ক ইন্টারন্যাশনালের মালিক অরভিন সাকিব ইভানকে লাভবান করার উদ্দেশ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ১৬ বার কার্যাদেশ প্রদান করা হয়েছে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এমআর/এসকেডি