স্বাস্থ্যবিধি নিশ্চিতে চট্টগ্রামে মাঠে ছয় নির্বাহী ম্যাজিস্ট্রেট

করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে আজ থেকে চট্টগ্রামে মাঠে নেমেছে জেলা প্রশাসন। সকাল থেকে চট্টগ্রাম নগরীর ছয়টি স্থানে একযোগে অভিযান শুরু হয়েছে।
সোমবার (১৫ মার্চ) চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, টানা সাতদিন এই ধরনের অভিযান চলবে। প্রথম দুইদিনের অভিযানে মাস্ক পরার ব্যাপারে মানুষকে সচেতন করা হবে। আর যারা মাস্ক পরবে না তাদের প্রথম দুইদিন মাস্ক পরিয়ে দেওয়া হবে। এরপর থেকে জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানানোর জন্য করোনার শুরু থেকে জেলা প্রশাসন এ পর্যন্ত ৬২৪টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এতে ৪১৮৯ জনকে ৫২ লাখ ৮৫ হাজার ৪৫৪ টাকা জরিমানা করা হয়েছে। ৫৭ হাজার মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
এরপরই নগরীর নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। তিনি বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে আজ থেকে জেলা প্রশাসনের অভিযান চলছে। প্রথম দুই দিন মানুষকে মাস্ক পরার বিষয়ে সচেতন করা হচ্ছে। যাদের মাস্ক নেই তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক দেওয়া হচ্ছে। দুই দিন পর থেকে জরিমানাসহ কঠোর অবস্থানে যাবে জেলা প্রশাসন।
নিউ মার্কেট এলাকায় সরেজমিনে দেখা গেছে, অনেকেরই মুখে মাস্ক নেই। মাস্ক ছাড়াই গণপরিবহনে যাতায়াত করছে মানুষ। এছাড়াও মার্কেটে প্রবেশের সময়ও অনেককে মাস্ক ছাড়া প্রবেশ করতে দেখা গেছে। আবার কাউকে কাউকে মাস্ক মুখে না দিয়ে থুতনিতে লাগিয়ে রাখতে দেখা গেছে। এছাড়া অভিযান চলাকালে কাউকে কাউকে পকেট থেকে মাস্ক বের করে পরতে দেখা গেছে।

মিজান নামের এক পথচারী বলেন, ভুলে বাসায় মাস্ক ফেলে এসেছি। এখন মাস্ক নেই বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মাস্ক দিলো।
এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান বহদ্দারহাট, মিজানুর রহমান আগ্রাবাদ, আন্দরকিল্লায় মাসুদ রানা, চকবাজার এলাকায় রেজওয়ানা আফরিন ও জিইসি মোড় এলাকায় অভিযান পরিচালনা করেছেন নুরজাহান আক্তার সাথী।
সংবাদ সম্মেলনে ডিসি আরও বলেন, আগামীকাল থেকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সংস্থা কাজ শুরু করবে। মাস্ক পরা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ শুরু করবে। তিনি আরও বলেন, প্রত্যেকটি কমিউনিটি সেন্টার ও হোটেলে চিঠি দেওয়া হয়েছে অনুষ্ঠান করার সময় স্বাস্থ্যবিধির বিষয়টি মেনে চলার জন্য। যদি তা না করা হয় আজকের পর থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, স্বাভাবিক জীবনযাপনে বিঘ্ন না ঘটিয়েই করোনা মোকাবিলা করবো। এছাড়া ১১৩টি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হচ্ছে অনুষ্ঠান করলে যেন স্বাস্থ্যবিধি মেনে করে। না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেএম/এনএফ