শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছে ১৪০ পুলিশ সদস্যের দুটি দল

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে শুক্রবার ঢাকা ছেড়েছেন বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্যের দুটি দল।
পুলিশ সুপার মো. মহিদুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ এর নবম রোটেশনের ৭০ জন এবং পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২ এর পঞ্চম রোটেশনে ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন United Nations Multidimensional Integrated Stabilization Mission in Mali (MINUSMA)- এ দায়িত্ব পালনের লক্ষ্যে ইথিয়পিয়ান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে পশ্চিম আফ্রিকার দেশ মালির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি জনাব মো: রুহুল আমিন, বিপিএম এবং ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস্ উইং এর কর্মকর্তাগণ তাদেরকে বিদায় জানান।
জেইউ/এসকেডি