শেখ হাসিনা সম্পর্কে যা বললেন বান কি মুন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তিনি বলেছেন, বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে ভর করে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
সোমবার (১৫ মার্চ) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু লেকচার সিরিজের চতুর্থ পর্ব ‘বঙ্গবন্ধু : বাংলাদেশের চেতনা’ শীর্ষক ভার্চুয়াল অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তিনি।
বান কি মুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দ্রুত অগ্রসরমান দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়ন ঘটিয়ে এগিয়ে যাচ্ছে।
এসময় দারিদ্র্য বিমোচন, নারী শিক্ষা ও জলবায়ু পরিবর্তনসহ আরও কয়েকটি খাতে প্রধানমন্ত্রীর অবদানের কথা তুলে ধরেন জাতিসংঘের সাবেক এ মহাসচিব। তিনি বলেন, বঙ্গবন্ধু মহান নেতা ছিলেন। বাংলাদেশের জনক হিসেবে সমৃদ্ধ দেশ গড়তে তিনি আজীবন কাজ করে গেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সে অনুযায়ী কাজ করছেন।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরতে গিয়ে সম্প্রতি নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন বান কি মুন। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু রক্ষায় তাৎপর্যপূর্ণ উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ এ ক্ষেত্রে বিশ্ব নেতৃত্বের আসনে রয়েছে। আমি যখন জাতিসংঘের দায়িত্বে ছিলাম তখনও দেখেছি, এখনও দেখছি।
এনআই/আরএইচ