গুলশানের অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দুইজন শেখ হাসিনা বার্নে

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৯ এএম


গুলশানের অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দুইজন শেখ হাসিনা বার্নে

রাজধানীর গুলশান এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত আরও দুইজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ২টায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন- মো. মুসা শিকদার (৩৩) ও রওশন আলী (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, গুলশানের অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের এখানে আরও দুইজন এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে তাদের শরীরে কোনো বার্ন না থাকলেও ইনহ্যালেশন বার্ন থাকতে পারে। এর আগে আরও একজন জরুরি বিভাগে এসেছেন, তার চিকিৎসা চলছে।

আহত দুইজনকে নিয়ে আসা আসাদ ঢাকা পোস্টকে বলেন, আহত দুইজনের মধ্যে মুসা শিকদার গাড়ি চালক এবং আহত রওশন আলী পিয়ন। অগ্নিকাণ্ডের সময় তারা বেলকনিতে ছিলেন। প্রচণ্ড ধোয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে তাদের।

এসএএ/এফকে

টাইমলাইন

Link copied