গুলশানে আহতদের চিকিৎসায় ২৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৭ পিএম


গুলশানে আহতদের চিকিৎসায় ২৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসায় ২৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সমান্ত লাল সেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের এখানে তিনজন এসেছে। এদের মধ্যে সায়মা রহমান সিনহার অবস্থা আশঙ্কাজনক। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। অন্য দুইজনকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।এদের মধ্যে একজনকে আজ ছেড়ে দেওয়া হবে। 

সামন্ত লাল আরো বলেন, আমরা সায়মা রহমানের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছি। ৪৮ ঘণ্টা আমরা তাকে অবজারভেশনে রাখবো। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এসএএ/জেডএস

টাইমলাইন

Link copied