আলোচনা সভায় ওবায়দুল কাদের

রাষ্ট্রভাষা বঙ্গবন্ধুর নেতৃত্বে, স্বীকৃতি শেখ হাসিনার হাত ধরে

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৮ পিএম


রাষ্ট্রভাষা বঙ্গবন্ধুর নেতৃত্বে, স্বীকৃতি শেখ হাসিনার হাত ধরে

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ওবায়দুল কাদের/ ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলা রাষ্ট্রভাষা হয়েছে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলা আন্তর্জাতিক মর্যাদা ও স্বীকৃতি পেয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

সেতুমন্ত্রী বলেন, বাংলা রাষ্ট্রভাষা হলো বঙ্গবন্ধুর নেতৃত্বে আর আন্তর্জাতিক মর্যাদা পেল, স্বীকৃতি পেল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে; এটাই হচ্ছে ইতিহাস।

এসময় ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে আগুন সন্ত্রাস ও জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা হলো বিএনপি। বিএনপি বলে, আমরা নাকি দলবাজি করি। কীসের দলবাজি? দলবাজি তো আপনারা (বিএনপি) করেন। শহীদ বেদীতে জাতীয়তাবাদী দাপটের দল, আপনারা গিয়ে ফুল ছিটিয়ে এদিক সেদিক লন্ডভন্ড করেছেন, মনে নেই?

কাদের বলেন, বেগম জিয়া ক্ষমতায় থাকাকালে সাভার স্মৃতিসৌধে আমাদের নেত্রী শেখ হাসিনা ফুল দিতে গিয়েছিলেন। কী দৃশ্যপট, আমাদের নেতাদের উপর কী অত্যাচার, সিভিল বেশে, নিরাপত্তা বাহিনীর লোক দিয়ে পেটানো হয়েছিল। কোনো রকমে ফুল দিয়ে নেত্রীকে ফিরতে হয়েছিল। এভাবে তারা অত্যাচার করেছে। শেখ হাসিনা যেখানে গেছেন সেখানেই বাধা, শহীদ মিনারেও বাধা।

এমএসআই/এসকেডি

Link copied