রাগ করে বাসা থেকে বেরিয়ে রাতভর ধর্ষণের শিকার কিশোরী

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় মা-বাবার সঙ্গে রাগ করে বাসা থেকে বের হয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে আনুমানিক ১৪ বছর বয়সী এক কিশোরী।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) থানার মধ্যম মোহরা আব্দুল রহমান সড়কের ভূতের ভিটা কাইয়ুম কলোনির ২ নম্বর রুমে এ ঘটনা ঘটে।
এরপর পুলিশ অভিযান চালিয়ে করে অভিযুক্ত তিনজনকে আটক করেছে। এ ঘটনায় বুধবার দিবাগত রাতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
আটককৃতরা হলেন- রাউজানের নোয়াপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে মো. রাসেল ওরফে হিজড়া রাসেল (২৭),
বাঁশখালী জলদি এলাকার মৃত জাফর আহাম্মদের ছেলে মো. জাহেদুল ইসলাম ইমন (৩০) ও ময়মনসিংহ নান্দাইল এলাকার মৃত মো. হারুনের ছেলে মো. সুমন (৩০)। তারা সবাই চান্দগাঁও থানার বিভিন্ন এলাকায় থাকেন।
পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগী কিশোরী চান্দগাঁও থানার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার রাত ৮টার দিকে মা-বাবার সঙ্গে রাগ করে বাসা থেকে বের হয়ে পড়েন তিনি। এদিন রাত ১২টার দিকে ভুক্তভোগীকে চান্দগাঁও থানার মৌলভীবাজার এলাকায় একা দেখতে পায় অভিযুক্তরা। এরপর তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে মধ্যম মোহরা আব্দুল রহমান সড়কের ভূতের ভিটা কাইয়ুম কলোনির ২ নম্বর রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতভর কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা।
বুধবার ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর ওই কিশোরী অসুস্থ অবস্থায় তার স্কুলে পৌঁছে। স্কুলের শিক্ষিকা ভুক্তভোগীর কাছ থেকে খবর শুনে চান্দগাঁও থানায় সংবাদ দেয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, অভিযোগ পেয়ে বুধবার নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামিদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
এমআর/ওএফ