নন-ক্যাডার কোটায় সহকারী সচিব হলেন ৯ এও-পিও

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২০ পিএম


নন-ক্যাডার কোটায় সহকারী সচিব হলেন ৯ এও-পিও

নন-ক্যাডার কোটায় সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৯ প্রশাসনিক কর্মকর্তা (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তা (পিও)।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। নিয়মানুযায়ী পরে তাদের পদায়ন করা হবে।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন, অর্থ বিভাগে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ খাদেমুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মরত প্রশাসনিক কর্মকর্তা মো. মহিতুল হক। 

ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের মো. মনিরুজ্জামান, মোহাম্মদ মনির হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. আবুল কাশেম ও মোহাম্মদ ছানোয়ার হোসেন সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

এ তালিকায় আরও রয়েছেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম মিলন।

এসএইচআর/এসকেডি

Link copied