পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠকে বসবে বাংলাদেশ ও জাপান

পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠকে বসবে বাংলাদেশ ও জাপান। আগামী ২৮ ফেব্রুয়ারি জাপানের টোকিওতে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ঢাকার পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন।
বৃহস্পতিবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি বিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন এসব তথ্য জানান।
মুখপাত্র জানান, বাংলাদেশ ও জাপানের মধ্যে আগামী ২৮ ফেব্রুয়ারি পররাষ্ট্র সচিব পর্যায়ের চতুর্থ ফরেন অফিস কনসালটেশন (এফওসি) জাপানের টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে দুই দেশ সম্পর্কের সার্বিক পর্যালোচনা, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনা হবে।
সেহেলী সাবরীন বলেন, জাপান বাংলাদেশের বন্ধুপ্রতীম একটি দেশ এবং বাংলাদেশের অন্যতম বাণিজ্য অংশীদার। দ্বিপাক্ষিক সম্পর্ককে সমন্বিত অংশীদারিত্ব থেকে কৌশলগত অংশীদারিত্ব-এ উন্নীত করার ক্ষেত্রে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বাড়াতে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কৃষি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি, সুনীল অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আবশ্যকতা রয়েছে।
আজ ঢাকায় আসছেন কানাডিয়ান উন্নয়ন মন্ত্রী
পাঁচ দিনের সফরে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সফরে আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী হারজিত এস. সাজ্জান।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, তার এ সফর বাংলাদেশ-কানাডার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি এবং রোহিঙ্গা সমস্যা নিরসনে কানাডার সক্রিয়তাসহ দ্বি-পাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
সাজ্জানের সফরসূচি সম্পর্কে সেহেলী বলেন, সফরকালে তিনি রোহিঙ্গা ক্যাম্প সফর করবেন। সরকারি ও বেসরকারি (এনজিও) কর্মকর্তাদের সঙ্গে ঢাকা এবং কক্সবাজারে মতবিনিময় করবেন। এছাড়া কানাডার আর্থিক সাহায্যে পরিচালিত কয়েকটি প্রকল্পও পরিদর্শন করবেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৭ ফেব্রুয়ারি বৈঠক করবেন।
এনআই/এসকেডি