প্রধানমন্ত্রীর সঙ্গে সৌরভ গাঙ্গুলির সাক্ষাৎ

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৩ পিএম


প্রধানমন্ত্রীর সঙ্গে সৌরভ গাঙ্গুলির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এসময় সৌরভ গাঙ্গুলি ছাড়াও তার স্ত্রী ডোনা গাঙ্গুলি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সৌরভ। দুই দিনের সফরে বাংলাদেশে আসেন সাবেক এই অধিনায়ক। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বিসিবির কর্মকর্তা ওয়াসিম খান।

এমএসআই/এসএসএইচ/

Link copied