মৌচাক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩১ পিএম


মৌচাক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মৌচাক টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে দুপুর ১২টা ১৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা লিমা খানম। তিনি বলেন, রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এমএসি/এমএ

Link copied