চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জনতা ব্যাংক কর্মকর্তার

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় লরির সঙ্গে ধাক্কা লেগে মাহবুবুল আলম (৪২) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) থানার নেভাল অ্যাভিনিউ ভিআইপি ক্রসিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুবুল জনতা ব্যাংকের ড্রাই ডক শাখায় প্রিন্সিপাল অফিসার ছিলেন। তিনি পরিবার নিয়ে উত্তর হালিশহরের আব্বাস পাড়া এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি সন্দ্বীপের গাছুয়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত শামসুল আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, সোমবার সকালে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বন্দর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এমআর/এমজে