চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় বাসের ধাক্কায় মনির আহম্মদ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
মনির আহম্মদ নগরের চান্দগাঁও থানার সালেহ আহাম্মদ মুন্সির বাড়ির মৃত সালেহ আহম্মদের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এমআর/কেএ