খিলগাঁওয়ে নির্মিত হচ্ছে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র

রাজধানীর খিলগাঁওয়ে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বুধবার (১ মার্চ) খিলগাঁও সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এসময় তিনি বলেন, আগামী বছরের ২৬ এপ্রিল ৫ তলাবিশিষ্ট খিলগাঁও সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ১২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ১০ কাঠা জমির ওপর এই সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ করা হবে। ভবনের নিচতলায় থাকবে কার পার্কিং, ১ম তলায় কাউন্সিলর অফিস ও প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র, ২য় তলায় ব্যায়ামাগার, বহুমুখী ব্যবহারযোগ্য কক্ষ ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের ক্লাব, ৩য় ও ৪র্থ তলায় সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের ব্যবস্থা থাকবে। এই সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে খাবারের আসন থাকবে ৩২০টি।
এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা-৯ আসেনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের।
এএসএস/কেএ