পরিবেশ দূষণ করায় ১১ যানবাহন-প্রতিষ্ঠানকে জরিমানা

রাজধানীতে পরিবেশ দূষণের দায়ে ছয়টি যানবাহন ও পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ মার্চ) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ইডেন কলেজ ও মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করা হয়।
ইডেন কলেজ এলাকায় মাত্রাতিরিক্ত হর্নের কারণে শব্দ দূষণ করায় ছয়টি যানবাহনের কাছ থেকে মোট ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মিরপুর এলাকায় নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ু দূষণ করায় পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকার আশপাশে বায়ু দূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এমএইচএন/কেএ