গোপীবাগে রিকশার গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ ২০২৩, ১১:৩৫ পিএম


গোপীবাগে রিকশার গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর গোপীবাগে একটি রিকশার গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬ ইউনিট কাজ করছে।

বুধবার (১ মার্চ )  রাত ১১টা ২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহিন আলম। তিনি বলেন, আজ রাত ১১ টা ২ মিনিটে রাজধানীর গোপীবাগে একটি রিকশার গ্যারেজে আমরা আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এমএসি/এমএ

Link copied