বোয়ালখালীতে বসতঘরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বৃদ্ধার 

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ ২০২৩, ০২:০৪ পিএম


বোয়ালখালীতে বসতঘরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বৃদ্ধার 

চট্টগ্রামের বোয়ালখালীতে বসতঘরে আগুন লেগে প্রতিভা মহাজন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের কানুনগো পাড়ার ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। প্রতিভা মহাজন ওই এলাকার স্বপন মহাজনের স্ত্রী।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে দুটি সেমিপাকা এবং একটি টিনের ঘর পুড়ে যায়। এরপর পুড়ে যাওয়া টিনের ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। 

বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো.সাইদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগুন লাগার পর তিনি প্রথমে একবার বের হয়েছিলেন। কোনো কারণে তিনি আবার ঘরে প্রবেশ করেছিলেন।

এমআর/এনএফ

Link copied