চট্টগ্রামে একদিনে দুইজনের আত্মহত্যা

চট্টগ্রাম নগরে একদিনে দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) নগরের কোতোয়ালি ও বায়েজিদ বোস্তামী থানায় পৃথক এ ঘটনা ঘটে। দুজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে।
তারা হলেন- কোতোয়ালি থানার জেলে পাড়া মনোয়ার গলির মৃত অভি দাশের ছেলে মো. শোয়েব (৩০) ও বায়েজিদ বোস্তামী থানার বনানী এলাকার মৃত রশিদের ছেলে জিসান দাশ (১৮)।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান। তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে কোতোয়ালি থানা এলাকা থেকে জিসান দাশ নামে একজনের এবং রাত পৌনে ১০টার দিকে শোয়েব নামে আরেকজনের মরদেহ বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে আনা হয়েছে। দুজনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে এনেছে।
এমআর/এমএ