বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা

কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নবনির্বাচিত সভাপতি মিয়া মনসফ ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটনের নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে।
শুক্রবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল কুমার মালো, বাসুদেব মৈত্র, অভি চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মাহমুদুল আলম তারেক, নবেন্দু সাহা নব, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক শিমুল, শেখ নুর কুতুবুল আলম এবং সহ-প্রচার সম্পাদক মো. হাবিবুল্লাহ মেজবাহ প্রমুখ।
উল্লেখ্য, এখন পর্যন্ত বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৮টি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ৪টিতেই আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
এমএইচএন/এসকেডি