দারুস সালামে মাদকসেবীদের হামলায় তিন শিক্ষার্থী আহত

রাজধানীর মিরপুর দারুস সালামে মাদক সেবনে বাধা দেওয়ায় মাদকসেবীদের ধারাল অস্ত্রের আঘাতে তিন শিক্ষার্থী আহত হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
আহতরা হলেন আরাফাত ইসমাইল আলিফ (১৮), আব্দুর রহমান রায়হান (১৮) ও হেমন্ত (১৮)।
আহতদের হাসপাতালে নিয়ে আসা আশিক জানান, আজ রাত ৮টার দিকে মিরপুর দারুস সালাম এলাকার খালেক পাম্প মসজিদের পেছনে প্রায়ই মাদক সেবীরা আড্ডা দিত। আমাদের এলাকার ছোট ভাইরা এর প্রতিবাদ করলে আজ এই ঘটনা ঘটে। পরে আমরা সংবাদ পেয়ে প্রথমে তাদেরকে কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাই।।তারপর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
তিনি আরো বলেন, গুরুতর আহত আলিফ শেরে বাংলা নগর কৃষি কলেজের শিক্ষার্থী। আহত আব্দুর রহমান রায়হান মিরপুর বাংলা কলেজের অনার্সের প্রথম শিক্ষার্থী এবং হেমন্ত মিরপুর পলিটেকনিক কলেজের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মিরপুরে দারুস সালাম এলাকা থেকে মাদক সেবীদের ধারাল অস্ত্রের আঘাতে আহত তিন শিক্ষার্থীকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের শরীরে বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এসএএ/এমএ