ভার‌তের বাণিজ্যমন্ত্রীর স‌ঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ ২০২৩, ১২:২৬ পিএম


ভার‌তের বাণিজ্যমন্ত্রীর স‌ঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

ভার‌তের বা‌ণিজ‌্যমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের স‌ঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম।

শ‌নিবার (৪ মার্চ) ভার‌তের নয়া‌দি‌ল্লি‌তে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উভয় মন্ত্রী দুই দে‌শের সাধারণ মানু‌ষের সুবিধার্থে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির জন্য একে অপরকে সহযোগিতা করার বিষ‌য়ে আশাবাদ পুনর্ব্যক্ত করেন।

এর আগে, শুক্রবার প্রতিমন্ত্রী ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়ে বর্ধিত বিনিময় ও সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লি-ভিত্তিক স্বাধীন গ্লোবাল থিংক ট্যাংক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী রাইজিনা সংলাপে যোগ দি‌য়ে‌ছেন শাহ‌রিয়ার আলম।

এনআই/এমজে

Link copied