গুলিস্তানে বিস্ফোরণস্থলে উৎসুক জনতার ভিড়
রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ৮জন নিহত হয়েছেন। এছাড়া আহত অন্তত ৭০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর হতাহতদের দ্রুত হাসপাতালে আনা হয়। হাসপাতালে নিয়ে আসা আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এই বিস্ফোরণের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রাস্তার দুই পাশে উৎসুক জনতা ভিড় করেছেন। অনেকেই তাদের পরিচিত কেউ আটকা আছেন কি না খুঁজতে এসেছেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেখানে পুলিশ কাজ করছে।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং উদ্ধার অভিযান নির্বিঘ্ন করতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।
ফায়ার সার্ভিস বলছে যে ভবনটিতে বিস্ফোরণ হয়েছে সেটি ৫ তলা বিশিষ্ট। নিচ তলায় সেনিটারি মার্কেট আছে। ওপরে কয়েকটি অফিস আছে।
ওএফ