চাল বাজারজাতে আরও সময় পেলেন আমদানিকারকরা

চাল বাজারজাত করার জন্য আরও সময় পেলেন বেসরকারিভাবে আমদানির জন্য বরাদ্দ পাওয়া আমদানিকারকরা। আগামী ২৫ মার্চ পর্যন্ত চাল বাজারজাত করার সময় পেয়েছেন তারা।
গত সোমবার (১৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চাল আমদানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোকে এলসি খোলার কতদিনের মধ্যে বাজারজাত করতে হবে তা বলে দেওয়া হয়। সে অনুযায়ী চাল বাজারে আনার জন্য সময় ছিল ১৫ মার্চ। সে সময়ই এখন বাড়িয়েছে সরকার।
চিঠিতে বলা হয়, বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেসব আমদানিকারক ১৫ ফেব্রুয়ারির মধ্যে এলসি খুলেছেন কিন্তু চাল বাজারজাত করতে পারেননি, তাদের এলসি করা সম্পূর্ণ চাল বাজারজাতকরণের জন্য আগামী ২৫ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হলো।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেসরকারিভাবে মোট ১০ লাখ ১৭ হাজার ৫০০ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে গত ৩ জানুয়ারি ১০ বেসরকারি প্রতিষ্ঠানকে এক লাখ পাঁচ হাজার টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। পরের দিন ৪ জানুয়ারি আরও ১৯ বেসরকারি প্রতিষ্ঠানকে দুই লাখ ২৫ হাজার টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়।
গত ৬ জানুয়ারি ৪৯ প্রতিষ্ঠানকে এক লাখ ৭৪ হাজার ৫০০ টন এবং ১০ জানুয়ারি ৬৪ প্রতিষ্ঠানকে এক লাখ ৭১ হাজার ৫০০ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। গত ১৩ জানুয়ারি ৪৩ প্রতিষ্ঠানকে এক লাখ ছয় হাজার ৫০০ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়। সর্বশেষ গত ১ মার্চ ৫৭ বেসরকারি প্রতিষ্ঠানকে এক লাখ ৮০ হাজার টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়।
এসএইচআর/জেডএস