বিস্ফোরণ হওয়া ভবনে গ্যাসের গন্ধ পাওয়া গেছে : ডিএমপি

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৭ মার্চ ২০২৩, ০৯:২৬ পিএম


বিস্ফোরণ হওয়া ভবনে গ্যাসের গন্ধ পাওয়া গেছে : ডিএমপি

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ক্যাফে কুইন নামে যে ভবনটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখানে গ্যাসের গন্ধ পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত (প্রশাসন) পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

হাফিজ আক্তার বলেন, বিস্ফোরণের ঘটনা ঘটা ভবনটির ভেতরে গ্যাসের গন্ধ পেয়েছেন ফায়ারের কর্মীরা। তবে এখনই বিষয়টি বলা যাচ্ছে না, কি কারণে এমন ঘটনা ঘটেছে।

সায়েন্সল্যাবের বিস্ফোরণের ঘটনার সঙ্গে সিদ্দিক বাজারের ঘটনার সাদৃশ্যতা আছে কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, দুটি দুই ধরনের ঘটনা। ওই ঘটনায় আর এই ঘটনায় পৃথক রিপোর্ট দেওয়া হবে। কী কারণে দুটি ঘটনা ঘটলো তা তদন্তে উঠে আসবে।

এমএসি/জেডএস 

টাইমলাইন

Link copied