বাঁশখালীতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ ২০২৩, ০৩:২৬ পিএম


বাঁশখালীতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে চাচা এবং চাচাতো ভাইয়ের হামলায় সাহাব উদ্দিন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত চারজন হয়েছেন। 

বুধবার (৮ মার্চ) সকালে উপজেলার কাথারিয়া ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের মানিক পাঠান গ্রামে এ ঘটনা ঘটে। সাহাব উদ্দিন ওই এলাকার মোহাম্মদ এয়াকুব হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সকালে বাড়ির পাশে একটি জমিতে সাহাব উদ্দিনরা মাটি কাটছিলেন। এ সময় তার চাচা এবং চাচাতো ভাইয়েরা এসে বাধা দেন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, হামলায় সাহাব উদ্দিনকে টেঁটা দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। এছাড়া আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এমআর/জেডএস

Link copied