বিস্ফোরিত ভবন-দোকান মালিকসহ বেশ কয়েকজন ডিবি হেফাজতে

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ মার্চ ২০২৩, ০৫:০১ পিএম


বিস্ফোরিত ভবন-দোকান মালিকসহ বেশ কয়েকজন ডিবি হেফাজতে

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের পর ধসে পড়া একটি দোকানের মালিক আব্দুল মোতালেব মিন্টুসহ বেশ কয়েকজনকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

মিন্টু বিস্ফোরিত ভবনের বাংলাদেশ স্যানিটারি নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বলে জানা গেছে। 

মিন্টুর বোনজামাই আবুল খায়ের সাংবাদিকদের জানান, বিস্ফোরণের ঘটনায় দোকান কর্মচারীদের খুঁজতে মিন্টু ঢাকা মেডিকেলে গিয়েছিলেন। গতকাল মঙ্গলবার (৭ মার্চ) রাত ৩টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে তাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তার ম্যানেজার স্বপনও নিখোঁজ। বাকি দুই কর্মচারী হাসপাতালে ভর্তি। 

খোঁজ নিয়ে জানা গেছে, বিস্ফোরিত ভবনের বেজমেন্টে তার দোকানের নিচেই বিস্ফোরণ হয়েছে। মিন্টুর দোকান পুরো ধসে গেছে।

মিন্টুর শ্বশুর আকতার হোসেন সাংবাদিকদের বলেন, ‘গতকাল রাতে কথা আছে বলে ডিবি পুলিশ মিন্টুকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ডিবি মিন্টো রোডের কার্যালয় নিয়ে যাওয়া হয়েছে বলে শুনছি। তবে ডিবি পুলিশের পক্ষ থেকে আমাদের কিছু এখনো জানানো হয়নি।

এব্যাপারে যোগাযোগ করা হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান ডিআইজি হারুন অর রশীদ বলেন, আমরা কাউকে আটক করিনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য আমরা বাড়ির মালিক, দোকান মালিকদের ডেকেছি। যারা আহত হয়েছে তাদের সঙ্গেও কথা বলছি।

তিনি বলেন, ডেকে আনাদের কাছে আমরা জানতে চাইবো, বাণিজ্যিকের নিয়মমতো বেজমেন্টে দোকান দেওয়ার কথা না, সুয়ারেজ লাইন, সেপটিক ট্যাংকি, ওয়াটার রিজার্ভার-এগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ হতো কিনা। কার অবহেলায় এই হতাহতের ঘটনা ঘটলো, তা জানতে জিজ্ঞাসাবাদ করছি। এছাড়া বাইরে থেকে কেউ এটা ঘটিয়েছে কিনা বা এসে ঘটানোর সুযোগ আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি।

জেইউ/জেডএস

টাইমলাইন

Link copied