মোটরসাইকেল স্টান্টবাজি শেষ হলো খুনে

চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদে দুই পক্ষের সংঘর্ষে মো. হাশিম খান (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আরও দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ মার্চ) আগ্রাবাদের জাম্বুরি মাঠের পাশে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হুমায়ুন কবির।
তিনি বলেন, দুপুরে জাম্বুরি মাঠের পাশে সড়ক ভবনের সামনের রাস্তায় রঙিপাড়ার একদল তরুণ ছোট পিকআপে সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে মোটরসাইকেল ও সাইকেল নিয়ে স্টান্ট করছিলেন। এসময় এলাকার কয়েকজন যুবক রিকশায় করে সড়কটি দিয়ে যাচ্ছিলেন। তারা তরুণদের স্টান্টের কারণ জিজ্ঞেস করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে হাশিম খানকে ছুরিকাঘাত করা হয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হাশেম খান সাউন্ড সিস্টেমের মালিক।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন ঢাকা পোস্টকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে। যারা ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
কেএম/আরএইচ