ঢাকায় সৌদির বাণিজ্যমন্ত্রী ও ডব্লিউটিও’র ডেপুটি ডিরেক্টর

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ ২০২৩, ০৬:২২ পিএম


ঢাকায় সৌদির বাণিজ্যমন্ত্রী ও ডব্লিউটিও’র ডেপুটি ডিরেক্টর

‘বাংলাদেশ বিজনেস সামিট’-এ অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবি।

শুক্রবার (১০ মার্চ) বিকেল ৫টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে সৌদির বাণিজ্যমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

এর আগে বিকেলে বিজনেস সামিটে যোগ দিতে ঢাকায় এসেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ডেপুটি ডিরেক্টর জিয়াংচেন ঝাং। বিশেষ অতিথি হিসেবে বিজনেস সামিটে যোগ দেবেন ঝাং।

dhakapost

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ বিজনেস সামিট’ শীর্ষক সম্মেলনের আয়োজন করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। শনিবার (১১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এনআই/জেডএস

Link copied