লোহার অ্যাঙ্গেলের চাপায় প্রাণ গেল মিস্ত্রির

রাজধানীর কদমতলী এলাকায় লোহার অ্যাঙ্গেলের চাপায় রোলিং মিলের কাটিং মিস্ত্রি আলী হোসেন (৩০) নিহত হয়েছেন।
বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় এ ঘটনায় তিনি আহত হলে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী সুমন ঢাকা পোস্ট-কে বলেন, আমরা লোহার অ্যাঙ্গেল কাটছিলাম। আমরা সবাই এন ইসলাম রোলিং মিলে কাজ করি। আলী হোসেনও অ্যাঙ্গেল কাটছিলেন। হঠাৎ বড় একটি লোহার অ্যাঙ্গেল এসে তাকে সামনের দিক থেকে চাপা দেয়। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালু জামাল হাওলাদার বলেন, খবর পেয়ে আমি দ্রুত হাসপাতালে ছুটে আসি। এসে শুনি, সে মারা গেছে। তার সহকর্মীদের কাছে শুনতে পেলাম, কাজ করার সময় একটি বড় লোহার অ্যাঙ্গেল তাকে চাপা দেয়। এতে অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয়।
নিহতের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার খাড়াইখালি গ্রামে। মৃত রুস্তম আলীর ছেলে তিনি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঢাকা পোস্ট-কে বলেন, লোহার অ্যাঙ্গেল চাপায় একজন মারা গেছেন। এই ঘটনা কদমতলী থানাকে আমরা অবহিত করেছি।
এফআর