হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় পিকআপের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. শাহাবুদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার ভোরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
শাহাবুদ্দিনকে হাসপাতালে নিয়ে যাওয়া এলিট সিকিউরিটি সার্ভিস লিমিটেডের মো. সুলতান আহমেদ জানান, মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের টোলপ্লাজার সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় আহত হয়ে রাস্তায় পড়ে ছিল শাহাবুদ্দিন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এসএএ/এনএফ