চট্টগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিচারকদের শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের বিচারকরা।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের সামনে প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমীর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. ফরিদা ইয়াসমিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহাম্মদ খোন্দকার, বেগম নাজমুন নাহার, বেগম জিহান সানজিদা, আবু সুফিয়ান মো. নোমান, ফারজানা ইয়াছমিন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদ, শাহরিয়ার ইকবাল ও ফারদিন মুস্তাকিম তাসিন।
এছাড়াও সিজেএম আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও নাজির মোহাম্মদ আবু তাহের, বেঞ্চ সহকারী মো. জয়নুল আবেদীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এমআর/এমএ