শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ ২০২৩, ০২:০০ পিএম


শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনু মিয়া (৫৮) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলার কালাপানি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আনু মিয়া ওই এলাকার মুসলিম পাড়ার বাসিন্দা মৃত আলী আশরাফের ছেলে।

শুক্রবার র‍্যাব জানায়, ভুক্তভোগী শিশু মায়ের সঙ্গে খাগড়াছড়ির মানিকছড়িতে থাকে। তার মা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করে। অভিযুক্ত আনু মিয়ার বাড়ি তাদের পাশে। গত ৯ মার্চ ভুক্তভোগী শিশু অভিযুক্ত আনু মিয়ার বাড়িতে তার নাতির সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে আনু মিয়া তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মানিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেন।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত আনু মিয়া পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআর/এমজে

Link copied