বক্তপুর ইউপিতে পাঁচদিনের জন্য নিয়োগ পাচ্ছে ম্যাজিস্ট্রেট
আগামী ২০ মার্চ অনুষ্ঠেয় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বক্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পাঁচদিনের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামকে নিয়োগ দিয়েছে ইসি। ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম ভোটের আগে-পরে পাঁচদিন দায়িত্ব পালন করবেন। ইসির নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ছয়টি বিধিতে ভোটের মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন। ইসির উপসচিব মো. আব্দুছ সালাম এ তথ্য জানিয়েছেন।
আগামী ২০ মার্চ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বক্তপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ইসির জারিকৃত বিধিমালার বিধি ৭২, ৭৪, ৭৫, ৭৬, ৭৭ এর উপবিধি (১) এবং বিধি ৭৮ এর অধীন শস্তিযোগ্য অপরাধ আমলে নিয়ে বিচার কাজ পরিচালনা করতে পারবেন।
দায়িত্ব প্রাপ্ত বিচারিক ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করবেন। এজন্য তারা একজন বেঞ্চ সহকারী/স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাদের নিজ নিজ অফিস প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বপালনকালে প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।
এসআর/এনএফ