ঢামেকের আইসিইউ পরিদর্শনে ফায়ার সার্ভিসের তদন্ত দল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় কোভিড আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা পৌনে ১টায় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নূর হাসান আহমেদের নেতৃত্বে চার সদস্যের দলটি ঘটনাস্থল পরিদর্শন করে।
দলের অন্যরা হলেন- ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক শাহজাহান শিকদার, উপ-সহকারী পরিচালক এসএম সানাহউল্লাহ ও দেবব্রত কুমার মন্ডল। ঘটনার সময় যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন তারা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তদন্ত দলের প্রধান নূর হাসান আহমেদ বলেন, তদন্ত চলছে। ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে।
বুধবার (১৭ মার্চ) সকাল ৭টা ১০ মিনিটে কোভিড আইসিইউর ১২ নম্বর বেডে হঠাৎ আগুন লাগে। এতে ওই ইউনিটের ১৪ জন রোগীর মধ্যে কিশোর চন্দ্র রায় (৫৮), আব্দুল্লাহ আল মাহমুদ (৪৮) ও কাজী গোলাম মোস্তফা (৬৬) নামের তিন রোগী মারা যান।
একই দিনে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ফায়ার সার্ভিস। এছাড়া ঢামেক হাসপাতালের পক্ষ থেকেও অ্যানেসথেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসেনকে প্রধান করে ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক।
ঢামেক/এসএসএইচ/আরএইচ