রামপুরায় জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার ২০

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ ২০২৩, ০৪:৪৩ পিএম


রামপুরায় জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার ২০

রাজধানীর রামপুরা থানার তালতলা মার্কেটের পাশে একটি স্থান থেকে জুয়া খেলা অবস্থায় ২০ জনকে গ্রেপ্তার করেছে রামপুরা ও খিলগাঁও থানার যৌথ টিম।

গ্রেপ্তাররা হলেন- মো. সাইদুল ইসলাম, মো. আমান উল্লাহ আমান, মো. শরিফ, ওয়াসিম উদ্দিন ওরফে সাইফুল, মো. সাগর আহমেদ, মো. সুমন মিয়া, মো. রুবেল, মো. হক মিয়া, মো. মকসুদ, মো. মোস্তফা হোসেন, মো. স্বপন, মো. জসিম সরদার, মো. মনির, মো. লাট মিয়া, মো. জাফর সরদার, মো. কামাল হোসেন, মো.বাদশা মিয়া, মো. ইয়াছিন বেপারী, মো. খোকন ও মো. হানিফ ঢালী।

সোমবার (২০ মার্চ) ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত কয়েকদিন ধরে জুয়ার আসর বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল একটি দল। খবর পেয়েই তৎপর হয় রামপুরা থানা পুলিশ। পরে গোপন খবরের ভিত্তিতে রোববার (১৯ মার্চ) রাতে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, ১৮ জন ব্যক্তি জুয়া খেলছিল, আর দুজন বাড়ি পাহারা দিচ্ছিল। এ সময় তাদের সবাইকে আটক করা হয়। উদ্ধার করা হয় জুয়া খেলার কার্ড ও টাকা। এ কাজের প্রধান টিক্কা জাহাঙ্গীর এবং সায়েম। তবে জুয়ার বোর্ড পরিচালনা করতো আমান। আমান জুয়ার বোর্ড থেকে টাকা তুলে আশ্রয়দাতাদের মধ্যে মাসোহারা দিতো।

সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

এমএসি/জেডএস

Link copied