গুলশানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদসহ আটক দুই কারবারি 

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ মার্চ ২০২৩, ০২:৪৬ এএম


গুলশানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদসহ আটক দুই কারবারি 

পৃথক অভিযানে রাজধানীর ভাটারা এবং গুলশান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও দেশীয় তৈরী চোলাইমদসহ দুই কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, মঙ্গলবার (২১ মার্চ) রাত পৌনে ১০টার দিকে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার ভাটারা থানাধীন বারিধারা এলাকায় অভিযান পরিচালনা করে মো. ইউনুস (২৬) নামের একজন মাদক কারবারিকে আটক করে।

dhakapost

তিনি বরিশালের হাফিজ উদ্দিন বালির ছেলে। তার কাছ থেকে ১২২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

একইদিনে র‌্যাব-১ এর অপর একটি দল দুপুর দেড়টার দিকে ডিএমপি ঢাকার গুলশান থানাধীন গুলশান-১ এলাকায় অভিযান পরিচালনা করে মারুফ শিকদার (৩২) নামের আরও একজন মাদক কারবারিকে আটক করা হয়।

dhakapost

তিনি যশোরের বাদশা শিকদারের ছেলে। তার কাছ থেকে ৭৮ লিটার বিদেশি মদসহ ১টি জিপ গাড়ি জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেইউ/এফকে

Link copied