ঢামেকের আইসিইউতে অগ্নিকাণ্ডে আরেকজনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় মোমেনা (৪৫) নামে আরেক করোনা রোগী মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেল ৫টায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
করোনায় আক্রান্ত হয়ে গত রোববার মোমেনা ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। তার মেয়ের স্বামী পারভেজ ঢাকা পোস্ট-কে বলেন, বুধবার (১৭ মার্চ) যখন আইসিইউতে আগুন লাগে, সঙ্গে সঙ্গেই আমার শ্যালক মুজিবুর ও তার খালাতো ভাই জিয়াউর রহমান আমার শাশুড়িকে আইসিইউ থেকে দ্রুত বের করে ফেলেন। আগুনের ঘটনার আগে আমার শাশুড়ি কথা বলতে পারতেন। পাশের একটি রোগী মারা যাওয়ার পর থেকে তিনি আর কথা বলতে পারেননি।
নিহতের ছেলে মুজিবুর বলেন, গতকাল যখন আগুন লাগে, তখন আমি আর আমার খালাতো ভাই দ্রুত আইসিইউ থেকে মাকে বের করে ফেলি। এরপর তাকে হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি কোনো কথা বলছেন না। আগুনের ঘটনায় আমার মা মারা যাননি বলে মনে হচ্ছে।
মোমেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন আরিফুল ইসলাম নবিন। নিহত মোমেনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মাছিপুর গ্রামে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
এর আগে বুধবার ঢামেক হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় কিশোর চন্দ্র রায় (৫৮) আব্দুল্লাহ আল মাহমুদ (৪৮) ও কাজী গোলাম মোস্তফা (৬৬) মারা যান।
আরএইচ /এফআর