রাজধানীতে স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

২২ মার্চ ২০২৩, ০৪:৪১ পিএম


রাজধানীতে স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

রাজধানীর কামরাঙ্গীরচরের নূরবাগ এলাকায় স্বামীর সঙ্গে ঝগড়া করে মুনা (২৬) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২২ মার্চ) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া এলাকায়।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আজ ভোরে খবর পেয়ে কামরাঙ্গীরচরের নুরবাগ মেরিস্টোপ গলির হাজী হোসেন সাহেবের বাড়ির সপ্তম তলায় গিয়ে গৃহবধূকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাই।পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

ঘটনা সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা জানান, এক বছর হলো মুনার বিয়ে হয়েছে। গতকাল রাতে স্বামীর সঙ্গে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে তার স্বামী ঘুমিয়ে পড়লে সে পাশের রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে। পরে ভোরবেলা স্বামী উঠে দেখে তার স্ত্রী ফ্যানের সঙ্গে ঝুলে আছে।

এসএএ/এমজে

Link copied