ডিজিটাল যুগের প্রয়োজনের ওপর গুরুত্ব দিতে হবে

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল যুগের ধারণা, প্রয়োজন ও প্রস্তুতি কী হওয়া উচিত— তার ওপর গুরুত্ব দিতে হবে। এর ওপর ভিত্তি করেই সামনের যুগ কেমন যাবে তার পরিকল্পনা করা জরুরি। বৃহস্পতিবার (১৮ মার্চ) এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গড়ে তুলতে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সূচনা করেন। তৃণমূলের মানুষ ডিজিটাল বাংলাদেশের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে সক্ষম হয়েছে। প্রত্যন্ত গ্রামের প্রথম শ্রেণির শিক্ষার্থীও ইন্টারনেটের প্রয়োজনীয়তা বুঝতে পারছে।
তিনি বলেন, অতীতে তিনটি শিল্প বিপ্লব মিস করেও গত ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞাবান নেতৃত্বে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার উপযোগী হিসেবে সক্ষমতা অর্জন করেছে। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরও বলেন, ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি মানুষ উচ্চগতির ইন্টারনেটের আওতায় আসবে। চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি আমাদের মতো করে ব্যবহার করতে হবে। এ বিপ্লব সব দেশের জন্য এক নয়, একই নীতি-কৌশল ও পদ্ধতি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই অনুকরণ নয়, মেধা ও সৃজনশীলতা দিয়ে আমরা ডিজিটাল বাংলাদেশ বানাব।
অনুষ্ঠানে বক্তারা চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আবদুল কাইয়ুম, বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশিদ উল হাসান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা, অধ্যাপক লাফিসা জামান, যুব উদ্যোক্তা স্বর্ণা খাতুন।
একে/আরএইচ