ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ ২০২৩, ১০:০৮ পিএম


ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

রাজধানীর মালিবাগে বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২২ মার্চ) রাত ৯টা ২ মিনিটে এ দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।

দুর্ঘটনার পরই সারাদেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রেল যোগাযোগ বিচ্ছিন্নের বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার।

আরও পড়ুন-  মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ

তিনি ঢাকা পোস্টকে বলেন, রেলওয়ের কোন অসুবিধা নাই। লাইন থেকে বাস সরানো হলেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

এ বিষয়ে রামপুরা থানার এক কর্মকর্তা জানান, দুর্ঘটনাস্থল দুই থেকে তিনটি থানার সংযোগস্থল। তবে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

এমএইচএন/এমজে

Link copied