বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে চট্টগ্রাম ডিসির ইফতার

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ ২০২৩, ১০:৪৫ পিএম


বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে চট্টগ্রাম ডিসির ইফতার

রোজার প্রথম দিনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে ইফতার করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাশার মো. ফখরুজ্জামান।

শুক্রবার (২৪ মার্চ) সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান, ছোটমণি নিবাস ও সরকারি শিশু পরিবারে (বালিকা) থাকা শিশুদের নিয়ে এ আয়োজন করা হয়।

dhakapost

এসময় জেলা প্রশাসক শিশুদের বাসস্থান, খাবার, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থাসমূহ খতিয়ে দেখেন। একইসঙ্গে তিনি শিশু নিবাসের সার্বিক উন্নয়নের বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলমকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। 

আবুল বাশার মো. ফখরুজ্জামান বলেন, এখানে খেলার মাঠ করতে হবে। তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা খেলাধুলার সুযোগ-সুবিধা পাবে। শিগগিরই জেলা প্রশাসন ও সমাজ সেবার উদ্যোগে এখানে খেলার মাঠ নির্মাণ করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপন, নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম, চান্দগাও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা ও সমাজকর্মী মো. জাবেদ হোসেন চৌধুরীসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এমআর/এফকে

Link copied