লিফটে আটকা ৬ পুলিশকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ মার্চ ২০২৩, ০৫:৫৯ এএম


লিফটে আটকা ৬ পুলিশকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজধানী শাহবাগে আব্দুল গণি রোডের পুলিশ কন্ট্রোলরুমে লিফটে আটকা পড়েন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কর্মরত ছয় পুলিশ কনস্টেবল। খবর পেয়ে রাতেই তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

শনিবার (২৫ মার্চ) রাত ১০টা ৭ মিনিটে তাদের উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা খবর পাই ৯৯৯-এ কর্মরত ৬ পুলিশ সদস্য লিফটে আটকা পড়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম সুমনের নেতৃত্বে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে।

পুলিশ কন্ট্রোল রুমের নিচ তলায় মেশিনের সাহায্যে লিফটের দরজা খুলে আটকে পড়া ছয় পুলিশ সদস্যকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, লিফট গোলযোগের কারণে দরজাটি লক হয়ে তারা আটকে পড়েছিলেন।

জেইউ/ওএফ

Link copied