সুইপার কলোনিতে আগুন : দগ্ধ ৪ জন শেখ হাসিনা বার্নে

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

২৭ মার্চ ২০২৩, ০৫:৫১ এএম


সুইপার কলোনিতে আগুন : দগ্ধ ৪ জন শেখ হাসিনা বার্নে

রাজধানীর কাপ্তানবাজারের পাশে সুইপার কলোনিতে আগুনের ঘটনায় নারীসহ ৪ জন দগ্ধ হয়েছেন। সোমবার (২৭ মার্চ) ভোরের দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় ৪ জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। 

দগ্ধরা হলেন- কান্তা (৬০),গীতা রানী দে (৬৫), রাজু (৩৬) ও আফজাল (৫২)। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। 

তিনি ঢাকা পোস্টকে বলেন, কাপ্তানবাজারের পাশে সুইপার কলোনি থেকে দগ্ধ অবস্থায় ৪ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে কার কত শতাংশ দগ্ধ হয়েছে সেটি এখনো নির্ধারণ করা হয়নি। কত শতাংশ দগ্ধ হয়েছে তা নির্ধারণে আরও সময় লাগবে।

এদিকে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৩টা ২০ মিনিটে খবর পায় ফায়ার সার্ভিন। পরে সাতটি ইউনিটের চেষ্টায় ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এসএএ/ওএফ

Link copied