রায়েরবাগে ভুসি কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

রাজধানীর রায়েরবাগে রকটি ভুসির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট কাজ করছে।
সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
আরও পড়ুন- এলিফ্যান্ট রোডে আগুনে ১ জন আহত, উদ্ধার ৬
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আশরাফ হোসেন বলেন, আজ রাত সাড়ে ৯ টার দিকে রাজধানীর রায়েরবাগে একটি ভুসি কারখানায় আগুন লাগার সংবাদ পাই। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের ২ টি ইউনিট কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনের ঘটনায় হতাহতের সংবাদও আসেনি।
এমএসি/এমজে